Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮: মেহেদী হাসান(জবি প্রতিনিধি):দীর্ঘ একযুগ পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল এবং পারফিউমারী মার্কেট এসোসিয়েশনের ২০১৮-১৯ নির্বাচন। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরাতন ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীদের মাঝে।
প্রত্যেক নির্বাচনের দু বছর পর নতুন নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতা ও পক্ষ-বিপক্ষের কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গত ২০০৫ সালের অনুষ্ঠিত নির্বাচনে যারা জয়ী হয়েছিলেন, তারাই দীর্ঘ বার বছর ধরে পরিচালনা করেছেন সংগঠনটি। সংগঠনটির স্থবিরতা দূর করতে ছয় মাস পূর্বে বানিজ্য মন্ত্রনালয় কর্তক প্রশাসক হিসেবে উপ-সচিব ড. আতিকুর রহমানকে নিয়োগের মাধ্যমে আসন্ন ৩০ জানুয়ারি নির্বাচনের পথ প্রশস্ত হয়।
এ দিকে নির্বাচনকে ঘিরে প্রার্থীগণ দু দলে বিভক্ত হয়ে পড়েছেন। একটি হলো সাধারণ ব্যবসায়ী ফোরাম ও অন্যটি সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ। রবিবার দুই  প্যানেলই তাদের নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন।
সরেজমিনে দেখা যায়, সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্যানেল থেকে সাধারন ব্যবসায়ী ফোরাম অনেকটাই এগিয়ে। গড়ে প্রতি ১০ জন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে সাধারণ ব্যবসায়ী ফোরাম মোট ভোটের ৬৪ শতাংশ ভোট পেয়ে পূর্ণ প্যানেল গঠন করবেন। 
নির্বাচনে সাধারণ ব্যবসায়ী ফোরাম এর ¯স্লোগান হচ্ছে “ভোট দিব ফোরামে, ব্যবসা করবো আরামে”। 
সাধারণ ব্যবসায়ী ফোরামের প্যানেল প্রধান নূরুল আক্তার  ও ইমতিয়াজ আহমেদ খান গুড্ডু জানান, চাদাবাজী দুরীকরণ, ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে এসোসিয়েশনকে শক্তিশালী করতে তারা বদ্ধ পরিকর। সাধারণ ব্যবসায়ী ফোরামে ভোট দিয়ে জয়যুক্ত করলে প্রত্যেক ব্যবসায়ী নির্বিঘেœ নিরাপদে ও সাচ্ছন্দে তাদের নিজ নিজ ব্যবসা পরিচালনা করতে তারা সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করবেন। আর প্রত্যেক বিভাগে কমিটি গঠনের মাধ্যমে এসোসিয়েশনের পরিসর বৃদ্ধি করা হবে। প্রত্যেক ব্যবসায়ী যে কোন সমস্যায় তাৎক্ষণিকভাবে সমাধান পাবেন।
উল্লেখ্য, নির্বাচনে বর্তমানে মোট ভোটার রয়েছে ৭৭৯ জন। এর মধ্যে ৪৩ জন নির্বাচনে প্রতিদ্ধন্দিতা করছেন। এই ৪৩ জনের মধ্য থেকে ২১ জন সর্বোচ্চ ভোটের মাধ্যমে মনোনিত করা হবে। তবে কিছু কিছু প্রার্থীদের নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।