Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮: একেএম বাবু রাজশাহী প্রতিনিধি :- পুলিশই জনতা জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞাঁ তিনি বিভিন্ন উপজেলায় গিয়ে এই ধরনের  সকল প্রোগ্রাম গুলোতে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে দেখা গেছে তানোর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন, সাধারন জনগনদের মাঝে মত বিনিময় সভা সফলতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। দেখা গেছে গত সোমবার মোহনপুর উপজেলায় কমিউনিটি পুলিশিং ফোরামের অনুষ্ঠান হয়েছে?  এছাড়া মঙ্গলবার বিকেলে তানোর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের অায়োজনে মত বিনিময় সভাতে তানোর থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারন জনগনদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ন বক্তব্য দিতে দেখা গেছে, রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঞাঁকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিএসবি পুলিশ সুপার সুমিত চৌধুরী, তাছাড়া তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত অালী, এছাড়া সিনিয়র পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল একরামুল হক, অত্র উপজেলা যুবলীগ সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, কমিউনিটি পুলিশিং ফোরামের তানোর উপজেলা অাহবায়ক শ্রী প্রদীপ কুমার মজুমন্দার, সদস্য সচিব গোলাম মোস্তফা। এদিকে তানোর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের বিভিন্ন এলাকা থেকে সকল কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অপরদিকে জানা গেছে শ্রীখন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীদের   বরনের  অনুষ্ঠান হয়েছে। এতে স্কুল সভাপতি তোফায়েল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দিয়েছেন কামারগাঁ সেন্ট্রাল কলেজ অধ্যক্ষ ঈদে মিলাদুন নবী প্রতাপ, গাংহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, এরশাদ অালী মোল্লা, এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাব্দুর রহমান বিশ্বাস সহ অনেকে বক্তব্য দিয়েছেন,,তাছাড়া উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক রমেন চন্দ্র।