খােলা বাজার২৪। সোমবার, ৩১ জানুয়ারি, ২০১৮: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার বগুড়ার সারিয়াকান্দি বাজারে উদ্বোধন করা হয়। এসমায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মো. মতিয়ার রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া শাখা প্রধান মো. আশরাফুল আলম ও ব্যাংকের এজেন্ট মেসার্স নাঈম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুস সবুর। এসময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।