খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮: টেকনাফে একটি কুকুরের জন্মদিন পালনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হইচই। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় গত ২২ জানুয়ারি আলি আকবর নামে এক ব্যক্তি তার পোষা একটি কুকুরের জন্মদিন পালনের অনুষ্ঠান আয়োজন করে।
জানা যায়, প্রতিবেশী আরেক যুবকের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে আলী আকবরের এ ব্যতিক্রমী জন্মদিন পালন করেন। অতিথি আপ্যায়নে ছিল বিরিয়ানি, বিভিন্ন রকমের মিষ্টি ও ফল। নানা আতশবাজির আলোয় পুরো অনুষ্ঠানে মানব জন্মদিনের আবহই ছিল।
টেকনাফের জালিয়াপাড়ার ওই ঘটনা বেশ চমক সৃষ্টি করেছে। এই আয়োজনের কয়েকটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরেই শুরু হয় জল্পনা। ছবিতে দেখা যায় কাজলি নামের ওই কুকুরের জন্মদিন পালনের ব্যানার, এরপর কুকুরের পক্ষ থেকে কেক কাটার প্রস্তুতি। পরে কুকুরটির মুখে কেক ও মিষ্টি তুলে খাইয়ে দেয়ার চেষ্টা। সূত্র: জাগো নিউজ