খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮: ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবের তুলনা প্রাক্তন ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের মোটেই পছন্দ নয়। তার মতে, কপিল দেবের মতো ক্রিকেটার একবারই জন্ম নেন।
আজহারউদ্দিনের কথায়, “কপিল দেব আর হার্দিক পান্ডিয়ার তুলনা করাই উচিত নয়”।
১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ককে নিয়ে আজহারুদ্দিনের মত, “দ্বিতীয় কপিল দেবকে পাওয়া এতটা সহজ নয়। দীর্ঘ সময় ধরে যে কঠিন পরিশ্রম তিনি করেছেন তা অভাবনীয়। দিন প্রতি ২০-২৫ ওভার বল করতেন কপিল। সবাই এটা করতে পারে না।”
বিডি প্রতিদিন