Sun. Jul 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮:  ভ্যাটের একক হার বাতিল করে নতুন আইন চালু করবে জাতীয় রাজস্ব বোর্ড। দায়িত্ব নিয়ে  এ কথা জানান নতুন চেয়ারম্যান মোশাররফ হোসাইন। তবে দরকষাকষিতে বেশি সময় নষ্ট না করে দ্রুত আইনটি বাস্তবায়ন করার পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

জুনে বাজেট বক্তব্যে চলতি অর্থবছরেই ভ্যাট আইন বাস্তবায়নের কথা বলেছিলেন অর্থমন্ত্রী। কিন্তু তার আগে থেকেই ভ্যাট আইন বাতিলের জন্য আন্দোলনে নামেন ব্যবসায়ীরা।

তাদের দাবি নতুন আইন কার্যকরের আগে, ৭ টি সংস্কার আনতে হবে। ব্যবসায়ীদের মুল যুক্তি ছিলো, সব পণ্যে ১৫ শতাংশ ভ্যাট নিলে দাম বাড়বে; জানান ব্যবসায়ীক ঐক্য ফোরাম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব। এমন আন্দোলনের মুখে, ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত করে পাশ হয় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট।

ব্যবসায়ীদের এসব দাবির যৌক্তিকতা বিচার বিশ্লেষণ করে, সব পক্ষের সমর্থন নিয়েই ভ্যাট আইন চালু করতে চায় রাজস্ব বোর্ড; বললেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসাইন।

আর আইন পাশের পর বছরের পর বছর অকার্যকর করে রাখার পক্ষে নন রাজস্ব বোর্ডের সাবেক এই চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ সাবেক।

২০১৬তে ১৯৯১ সালের ভ্যাট আইনের পরিবর্তে নতুন আইন কার্যকরের কথা ছিলো। পরে তা আরও এক বছর পেছানো হয়। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯ এর জুলাই থেকে এ আইন কার্যকরের কথা রয়েছে।

সূত্র: ডিবিসি নিউজ