Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮: নরসিংদী প্রতিনিধি তোফাজ্জল হোসেনঃ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র ভাল হতে হবে। ৩১ জানুয়ারী শিবপুর উপজেলার কামারটেকস্থ নব প্রতিষ্ঠিত তালেব হোসেন মেমোরিয়াল একাডেমীর মাসিক খেলাধুলা,মিড ডে মিল,আনন্দ উৎসব , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ সরকার এ কথা বলেন। অধ্যাপক মোঃ তোফাজ্জল  হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদা আক্তার। একাডেমীর প্রতিষ্ঠাতা রোটারিয়ান বশিরুল ইসলাম বশির এর সঞ্চালনায় সবুজ পাহাড় অনার্স কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি  ও নরসিংদী কলেজের সাবেক অধ্যক্ষ বাবু সূর্য্য কান্ত দাস,একাডেমীর পরিচালনা পর্ষদের সদস্য বিলকিছ ইসলাম,সানিয়া ইসলাম জিদনী,সফিকুল ইসলাম মাষ্টার, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আমজাদ হোসেন প্রধান,আউয়াল মাষ্টার,মাষ্টার মেজবাহ উদ্দিন ভূইয়া প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন শুধু বিদ্যালয়ের অবকাঠামো ভাল হলেই মানসম্মত শিক্ষা হবে না, বিদ্যালয়ে তিনটি ক্যাটাগরি ঠিকমত কাজ করলে সেই বিদ্যালয়ে মান সম্মত শিক্ষা বাস্তবায়ন সম্ভব। জিপিএ ৫ পেলেই ভাল ছাত্র হয় না, তাদের নৈতিক চরিত্র ভাল ও তারা যেন মিথ্যা কথা না বলে সেটি নিশ্চিত করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে এর ঘাটতি লক্ষ্য করেছি। আমার দৃষ্টিতে এক মাস বয়সী এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সন্তোষজনক। এ ধারা অব্যাহত রাখতে হবে। তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা ভাল মানুষ হয়ে দেশটাকে উন্নত করবে। ২০৪১ সালে বাংলাদেশ তোমাদের মাধ্যমেই উন্নত দেশে পরিনত হবে। তিনি বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষনের ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রোটারিয়ান বশিরুল ইসলাম বশির বলেন এলাকার ছাত্রছাত্রীদের ভাল মানের শিক্ষা নিশ্চিত করার জন্য আমি আমার পিতার নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি। বিদ্যালয়ের শিক্ষার মান
উন্নত করার জন্য যত ধরনের চেষ্টা, পরিশ্রম করতে হয় তা আমি করে যাব।বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য অচিরেই একটি খেলার মাঠের ব্যবস্থা করব।
আলোচনা সভার পর বিদ্যালয়ের মাসিক পরীক্ষায় যারা ভাল করেছে তাদের ও ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরন করেন। বিকেলে মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এতে অংশগ্রহন করে।