Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকা থেকে সাতটি পিস্তল, ১৪টি মাগ্যাজিন ও ৪৭ রাউন্ড গুলিসহ শ্রী মিলন সিংহ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব-৫।

আটককৃত ব্যক্তি হল- ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ জেলার বৈষ্টমনগর উপজেলার সুখদেবপুর গ্রামের রতন সিংহের ছেলে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান,অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার সময় উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকার একটি আমবাগানে অভিযান চালায়।

এসময়র্ ভারতীয় নাগরিক মিলন সিংহকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৭টি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান,অস্ত্রগুলো কোন সন্ত্রাসী কার্য্যক্রমে ব্যবহারের জন্য আনা হচ্ছিল।