খােলা বাজার২৪। শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮: মুম্বাই হামলার মূল হোতা ও পাকিস্তানের উগ্রবাদি সংস্থা জামাত-উত-দাওয়ার প্রধান হাফিজ সাঈদ গত শুক্রবার তার আগের বিবৃতি প্রত্যাখ্যান করে বলেছেন মোদি সরকার নয় পাকিস্তান সরকার আমাকে ১০ মাস গৃহবন্দী করে রেখেছিলো।
লাহোরের নাজরিয়া পাকিস্তান ট্রাস্টে ভাষণকালে সাইফ বলেন, কাশ্মীরের সমস্যা উত্থাপনে পাকিস্তান সরকার তাকে বাধা দিয়েছে। ৫ ফেব্রুয়ায়িতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বসিকে জাতিসংঘের কার্যালয়ের বাইরে কমপক্ষে ৫ মন্ত্রিপরিষদের সদস্য নিয়ে কাশ্মীরী জনগণের সাথে একাত্মতা প্রকাশ করতে হবে বলে দাবি জানান তিনি।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কারনেই পাকিস্তান তাকে গৃহবন্দী করে রেখেছিল এর আগে এক বিবৃতিতে জানান হাফিজ।
গত ২৪ নভেম্বরে তাকে মুক্তি দেয়া হয়। পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী নতুন কোন মামলা তার উপর আসা না পর্যন্ত মুক্ত থাকবেন তিনি।
উল্লেখ্য, মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সাঈদকে বরাবরই অভিযুক্ত করে আসছে ভারত। যুক্তরাষ্ট্রও মনে করে যে সে হামলার পেছনে হাফিজ সাঈদের হাত ছিল। এরআগে যুক্তরাষ্ট্রের তরফ থেকে হাফিজ সাঈদকে ধরার জন্য ১০মিলিয়ন ডলার পুরষ্কারও ঘোষণা করা হয়েছিল। এনডিটিভি