Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮: রিয়াল মাদ্রিদ এক নম্বর ‘টার্গেট’ বানিয়ে ফেলেছে তাকে। রিয়ালের থাবা এড়িয়ে নেইমারকে ধরে রাখতে পিএসজিও তাই নিয়েছে বিশেষ উদ্যোগ। পরিকল্পনা হাতে নিয়েছে ব্রাজিলিয়ান তারকাকে ‘পুরোপুরি সুখী’ করার। ‘সুখী’ হওয়ার জন্য নেইমার যা চান, সবই করতে প্রস্তুত ফরাসি ক্লাবটি। শুধু ঘোষণা নয়, শুরু করে দিয়েছে নেইমারকে ‘সুখী’ করার প্রক্রিয়াও।

পেনাল্টি শট নেওয়া নিয়ে এডিনসন কাভানির সঙ্গে ঝামেলাটা এরই মধ্যে মিটিয়ে ফেলা হয়েছে। নেইমারের চাওয়া মেনেই পেনাল্টি নেওয়ার অধিকার একমাত্র তাকেই দিয়েছেন কোচ উনাই আমরি।

কিন্তু শুধু বিশেষ সুবিধা দিলেই হবে? নেইমার যে পিএসজিতে অপরিহার্য, মুখের ভাষায় তা প্রমাণ করতে হবে না! পিএসজির-কোচ কর্তারাও হাঁটছেন সেই পথেই। সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নেইমারকে ‘সুখী’ করতে চাইছে মুখেও।

পিএসজি কোচ উনাই আমরি যেমন নেইমারকে এবার আখ্যায়িত করলেন ‘স্পেশাল’ হিসেবে। মাঠে নেমে শৈল্পিক নৈপূণ্য প্রদর্শন আর বিশেষ কারিশমা দেখানোর মাধ্যমে নেইমারই আসলে পিএসজির-কোচ কর্তাদের বাধ্য করছেন প্রশংসায় পঞ্চমুখ হতে।

নিজে খেলেছেন, এমন সর্বশেষ ৩ ম্যাচেই ৬ গোল করেছেন নেইমার। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩টি গোল। মানে ৩ ম্যাচেই ৯ গোলে প্রত্যক্ষ অবদান। প্রতিটা ম্যাচেই যেন ছাপিয়ে যাচ্ছেন নিজেকে। শৈল্পিক ছন্দে মাঠে ফুটিয়ে তুলছেন নিজের বিশেষ গুণ, দক্ষতা। ব্রাজিল তারকার প্রতিনিয়ত উন্নতি দেখে অভিভূত কোচ উনাই আমরি। পিএসজির স্প্যানিশ কোচ তাই ব্রাজিলিয়ান তারকাকে ভাসালেন প্রশংসার জোয়ারে।