খােলা বাজার২৪। শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮: রাজশাহীর বিভিন্ন সরকারি দফতরের চালকদের বিরুদ্ধে কৌশলে গাড়ি থেকে তেল বের করে কম দামে গ্যারেজে বিক্রির অভিযোগ উঠেছে। আর এসব চুরির ঘটনা ধরা পড়েছে গোপন ক্যামেরায়। তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে, তারা নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করছেন।
নাজিম উদ্দিন নামের একজন চালক ৩৭ আনসার ব্যাটেলিয়নের একটি পিকআপ গ্যারেজে ভিড়িয়ে গোপনে তেল বের করে পরে সেটা বাজারের কিছুটা কম দামে বিক্রি করে নিজের পকেট ভারি করেন। এটি রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় সংলগ্ন একটি গ্যারেজর একটি গোপন ক্যামেরায় ধরা পড়ে এই ঘটনা।
এভাবেই আরও ধরা পড়ে ওয়াসার চুক্তিভিত্তিক গাড়ি চালক সাইদুল ইসলামের তেল বিক্রির ঘটনা।
অবশ্য প্রথমে বিষয়টি অস্বীকার করলেও ধারণকৃত ভিডিও দেখানোর পর এর সত্যতা স্বীকার করেছেন গ্যারেজের মালিক ও কর্মচারীরা। তবে চুরির ঘটনা অস্বীকার করে চালকরা।
রাজশাহী ৩৭ আনসার ব্যাটেলিয়নের চালক নাজিম উদ্দিন বলেন, এখানের মেকারই পাইপ দিয়ে তেল বের করে সেটাকে বিক্রি করে।
পাশাপাশি রাজশাহী ওয়াসার চুক্তিভিত্তিক চালক সাইদুল ইসলাম বলেন, আমরা তেল বিক্রি করি না। আমাদের যেটা প্রয়োজন আমরা ততটুকু নেই। এই তথ্য যে দিয়েছে সে ভুল দিয়েছে।
অভিযোগের সত্যতা পেলে ওয়াসার ঊর্ধ্বতনরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও আনসারের দায়িত্বশীল কোন কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।
রাজশাহী ওয়াসার পরিচালক সুলতান আব্দুল হামিদ বলেন, যদি কারও বিরুদ্ধে আমরা এই ধরনের অভিযোগ পাই তেল চুরি বা যেকোনো অনিয়মের ঘটনা দেখি তাহলে আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনিক যে ব্যবস্থাগুলো আছে সেটা গ্রহণ করি।
সরকারি কর্মকর্তাদের নামে বরাদ্দকৃত গাড়ির তেল ব্যবহারের ক্ষেত্রে সুস্পষ্ট নির্দেশনা থাকলেও তা মানেন না বেশিরভাগই। আর নগরীর প্রায় শতাধিক গ্যারেজের মধ্যে চল্লিশের বেশি গ্যারেজে সরকারি বিভিন্ন দফতরের গাড়ি চালকদের তেল বিক্রির অভিযোগ রয়েছে।
সূত্র : সময় টিভি