Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮: খেলাপি ঋণ বৃদ্ধির জন্য ব্যাংকের পাশাপাশি সরকারও দায়ী বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি একথা জানান।

অর্থমন্ত্রী বলেন, শ্রেণীকৃত ঋণ খেলাপি হওয়ার জন্য ব্যাংকের গ্রাহকের পরিচয় বা কেওয়াইসি ঠিকমতো অনুসরণ না করাই অনেকটা দায়ী।

পাশাপাশি ঋণ দিতে গিয়ে প্রকল্প বিশ্লেষণে অনুপযুক্ত মনে হলেও অনেক সময় সরকারের পক্ষ থেকে প্রভাব খাটানো হয়।

এতে ঋণ খেলাপি হলে তার জন্য সরকারও দায়ী বলে জানান অর্থমন্ত্রী। তবে সরকারের এ ধরনের কাজ বন্ধ করার চেষ্টা হচ্ছে বলেও জানান মুহিত। ব্যাংকিং খাতের দুর্বলতা দ্রুত দূর করার কথাও বলেন অর্থমন্ত্রী। সূত্র : ইনডিপেনডেন্ট টিভি