Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮: সাউথইস্ট ব্যাংক লিমিটেড সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যাস (সাফা) অ্যাওয়ার্ড- এ বেসরকারী ব্যাংক ক্যাটাগরিতে প্রথম রানারআপ এবং  ”সর্বোত্তম বার্ষিক প্রতিবেদন-২০১৬” প্রণয়নে কর্পোরেট সুশাসন নিশ্চিত করার স্বীকৃতিস্বরুপ সার্ক বর্ষপূর্তি অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে যুগ্মভাবে দ্বিতীয় রানারআপ হওয়ার অসামান্য গৌরব অর্জন করেছে।  

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) সাউথইস্ট ব্যাংকের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন বিশদ বিশ্লেষণ করে ব্যাংকের কর্মদক্ষতা, উৎসাহব্যঞ্জক আার্থিক ফলাফল ও সূচক, শেয়ারহোল্ডারদের প্রতি জবাবদিহিতা নিশ্চিতকরণে আর্থিক প্রতিবেদনে পর্যাপÍ তথ্য প্রকাশ, কর্পোরেট সুশাসন ও নিয়ন্ত্রণমূলক আইন ও বিধান পরিপালনে প্রতিশ্রুতির উপর ভিত্তি করে মর্যাদাপূর্ণ এ পুরষ্কার প্রদান করে। 

৩১ জানুয়ারী ২০১৮ তারিখে, নেপালের রাজধানী কাঠমন্ডুরু হোটেল সয়েলটী ক্রাউন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মুহাম্মদ শাহজাহান নেপালের অডিটর জেনারেল তানকা মনি ডঙ্গলের এর নিকট থেকে এ পুরষ্কার গ্রহন করেন।

সাউথইস্ট ব্যাংক বিদ্যমান মূল্যবোধ ও চলমান ধারার সাথে সামঞ্জস্য রেখে এবং বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানের সামাজিক ও পরিবেশের প্রতি দায়িত্ব ও গুরুত্বে¡র প্রতি সম্মান রেখে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে থাকে। সার্বিক কার্যμমের উৎকর্ষতার আলোকে ব্যাংক পরিচালনা এবং এর গুণগত উত্তরণ ব্যাংকের নিকট সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাংকের মূল শক্তি হচ্ছে গ্রাহকদের সাথে ঘনিষ্ঠ ও হƒদ্যতাপূর্ণ অংশীদারিত্ব। অত্যাধুনিক এবং পরীক্ষিত ব্যাংকিং প্রযুক্তি এবং সেবা পণ্যসমূহের সমন্বিত ব্যবহারের মাধ্যমে উন্নততর গ্রাহক সেবাই হচ্ছে ব্যাংকের সফলতার মূল চাবিকাঠি। স্বচ্ছ ও দায়িত্বশীল কোম্পানী ব্যবস্থাপনায় নিশ্চিতকল্পে সাউথইস্ট ব্যাংক বার্ষিক প্রতিবেদন প্রণয়ণে সর্বোচ্চ অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ডস পরিপালন করে। সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস এর এই স্বীকৃতি সাউথইস্ট ব্যাংক এর কর্মক্ষমতা বৃদ্ধিতে, কর্পোরেট সুশাসন বজায় রাখতে এবং এর উত্তরোত্তর উন্নতি বৃদ্ধিতে বিপুলভাবে উৎসাহ যোগাবে। এ অসামান্য কৃতিত্ব প্রাপ্তির ফলে ব্যাংকের পরিচালন,কোম্পানী সুশাসন প্রতিষ্ঠা এবং প্রণীত বিধি বিধান পরিপালনে আরও উৎকর্ষতা অর্জনে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য ব্যবস্থাপনার উপরে বর্ধিত দ্বায়িত্ব অর্পিত হল।