খােলা বাজার২৪। রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮: বাংলাদেশের হয়ে এক টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার রেকর্ড গড়লেন মুমিনুল হক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে অনেক রেকর্ডের দেখা আগেই পেয়েছেন। তবে এই রেকর্ডটা একটু ভিন্ন। টেস্টের দুই ইনিংস মিলিয়ে সবচেয়ে বেশি ২৪৬ রানের মালিক তিনি।
তবে খেলা এখনো শেষ হয়নি। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের একটি দারুন ইনিংস খেলেন মুমিনুল। আর দ্বিতীয় ইনিংসে রোববার সকালে লাঞ্চে যাওয়ার আগেই ৭০ রানে অপরাজিত আছেন। যার ফলে তার মোট রান এখন ২৪৬।
মুমিনুলের আগে এই রেকর্ডটি ছিল তামিম ইকবালের। ২০১৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে খেলেন ২৫ ও দ্বিতীয় ইনিংসে ২০৬ রানের ঝলমলে ইনিংস খেলেন। যার ফলে তামিমের মোট সংগ্রহ দাঁড়ায় ২৩১ রান।
রোববার মুমিনুল ব্যক্তিগত ৫৫ রানে ছুঁয়ে ফেলেন তামিমকে। আর ৫৬ রান করেই ছাড়িয়ে যান বাংলাদেশের সফল ওপেনারকে। টাইগারদের ব্যাটিং ব্যার্থতায় চতুর্থদিনের খেলায় ৩ উইকেটে ৮১ রানেরই শেষ হয়। আজ সকালে লিটন দাসকে নিয়ে মাঠে নেমে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক। লিটনকে সঙ্গে নিয়ে গড়েছেন ১০১ রানের পার্টনারশিপ।