খােলা বাজার২৪। রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮: সিরিয়ার আফরিনে তুরস্কের সাত সেনা নিহত হয়েছে। তাদের লক্ষ্য করে একটি ট্যাঙ্ক হামলায় আরো ৫ সেনা গুরুতর আহত হয়।
সিরিয়ায় মোতায়েনকৃত সেনাদের দেয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, গত শনিবার তাদের ওপর একটি ট্যাঙ্ক আক্রমণে অন্তত ৫ সেনা নিহত হয় এবং অন্য আরেকটি হামলায় বাকি দু’জন প্রাণ হারায়। তবে সেনারা ঠিক কিভাবে হামলা হয়েছিল তার বিস্তারিত জানায়নি। এ পর্যন্ত আফরিন অভিযানে তাদের মোট ১৪ জন প্রাণ হারিয়েছে।
গত ২০ জানুয়ারি কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি) এর বিরুদ্ধে তুরস্কের সরকার অপারেশন ‘অলিভ ব্রাঞ্চ’ শুরু করে। এটি তাদের পরিচালিত অভিযানে এ পর্যন্ত একদিনে সবচেয়ে বড় মৃত্যুর ঘটনা।
গত শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান বলেন, ‘আমাদের সেনারা আফরিনে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এবং সেখানকার প্রধান নিয়ন্ত্রক হিসেবেই যুদ্ধ করছে। আর বেশি দিন আমাদের সেখানে থাকতে হবে না’।
তুরস্ক সরকার বলছে, তাদের সেনা ও আঙ্কারা সমর্থিত সিরিয় বিদ্রোহীদের সমন্বয়ে পরিচালিত প্রায় ১৫ দিনের অভিযানে এ পর্যন্ত ৯’শ ওয়াইপিজি সন্ত্রাসী নিহত হয়েছে। বিবিসি