Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বিরোধীরা এফবিআই’কে আমার বিরুদ্ধে ব্যবহার করেছে: ট্রাম্পখােলা বাজার২৪। রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮:  ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কে গত ২০১৬সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীরা আমার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ডেভিন জেরাল্ড নুনেসের প্রকাশিত মেমোতে এমনি তথ্য বেরিয়ে এসেছে বলে অভিযোগ করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি তার এক টুইট বার্তায় আরও লেখেন, ‘গত শুক্রবার প্রকাশিত মেমোতে দেখা গেছে ফরেইন ইন্টেলিজেন্স সার্ভিল্যান্স এ্যাক্ট (এফআইএসএ) কেও তারা আমার বিরুদ্ধে ব্যবহার করেছে। এফবিআই তাদের নির্বাচনী তদন্ত কার্যক্রমও আমার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের অর্থে পরিচালিত হয়েছিল কিন্তু তা তারা এফআইএসএ’কে জানায়নি’।

তার বার্তায় আরও প্রকাশিত হয় যে, এফবিআই সরাসরি কংগ্রেসের সাথে জড়িত না থাকলেও তারা অনেক নথি অপ্রকাশিত রেখেছে। কিন্তু বার বার আমার বিরুদ্ধে রাশিয়ার প্রভাব খুঁজে বেড়িয়েছে। তাই তিনি এই সংস্থাকে যুক্তরাষ্ট্রের জন্য অসম্মানের কারণ হিসেবে উল্লেখ করেছেন। ইয়ন টিভি