Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮: দেশ এখন ভয়ঙ্কর বিপদের মধ্যে। গণতন্ত্রহীনতাকে বলা হচ্ছে গণতন্ত্র, কণ্ঠরোধ করাকে বলতে হবে বাকস্বাধীনতা, হয়রানি অার অবিচারকে বলতে হবে বিচার।  চাঁদাবাজি ও অাধিপত্যের লড়াই, প্রতিদিন অসংখ্য নারী ও শিশু নির্যাতন, সরকারী ব্যাংকগুলো লোপাটসহ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি,  একের পর এক কালাকানুন প্রণয়ন ও বাস্তবায়নের পরও বলতে হবে সুশাসন চলছে।

রোববার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী অারও বলেন, চালের দাম ৭০ টাকা হলেও বলতে হবে চাল সস্তা দাম ও বিরোধীতা করলেই অাওয়ামী বিচারের কাঠগড়ায় সেই হবে অাসামী । কিন্তু এই নৈরাজ্যকর পরিস্থিতিতে জনগণ শাসকের প্রতি অানুগত্যের চেয়ে বন্ধন ছিন্ন করাকেই অনেক মহৎ কাজ বলে মনে করে।

এ সময় রিজভী জানান, গতকাল লা-মেরিডিয়ান বিএনপি নির্বাহী কমিটির সভা কেন্দ্র করে হোটেল এলাকা থেকে ৩৫ জন মহানগর,  জেলা ও বিভিন্ন থানা শাখার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাদের ডিবি,  এসবি,  ও পুলিশ অাটক করে।  অাটকৃতরা  হলেন,  অালহাজ সালাউদ্দিন,  ইঞ্জি: শামসুল অালম,  লুৎফর রহমান,  নাসিম কমিশনার,  অালমগীর হোসেন,  টিটু,  মামুন, অানিস, সোহেল,  তারিকুল অালম,  মো: বাবলু,  মো: সাইদুল ইসলাম শাহিন,  ইঞ্জি: জাকির হোসেন,   মো: দিলীপ,  মো: জীবন,  মো: নাসির,  হাজী মো: নুরুল ইসলাম,  মো : কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে রিজভী অাজ রোববার রাত ৮:৩০ মিনিটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক গুলশান কার্যলয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষনা করেন।