Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮: সিলেটে যাওয়া ও আসার পথে খালেদা জিয়ার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার রাজধানীর গুলশান চেয়ারপারসনের বাসভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি  এ মন্তব্য করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী যখন কোথাও যান, তখন তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। বরং একজন সাধারণ নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু বর্তমান প্রেক্ষাপট টা একটু ভিন্ন। নিরাপত্তার বিষয়টি নিয়ে তো সবার মধ্যেই একটু শঙ্কা থাকে। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিলেট যাচ্ছেন, সুতরাং তার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
এই কর্মসূচি নির্বাচনি প্রচারণার অংশ কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হযরত শাহ জালাল (র:) ও হযরত শাহ পরাণের (র:) মাজার শরীফ জিয়ারত করতে যাচ্ছেন। এটা কোন রাজনৈতিক প্রচারণা নয়। কারণ এক বছর আগে নির্বাচনি প্রচারণার কোন অর্থ হয় না। যখন নির্বাচন সামনে আসবে তখন আমরা ঘোষণা দিয়ে প্রচারণা করবো। আর এখন নির্বাচনি প্রচারণার কোন সুযোগ নাই। কারণ দেশে লেভেল প্লিয়ং ফিল্ড হয়নি। নির্বাচনি প্রচারণা করবো কিভাবে? যে আমরা সমানভাবে নির্বাচনি প্রচারণা করতে পারবো- প্রশ্ন রাখেন খসরু।
খালেদা জিয়ার সিলেট সফর নির্বাচনি প্রচারণায় অংশ নয়- বলেও মন্তব্য করেন তিনি।
আজ সকালে খালেদা জিয়া সিলেটের উদ্দেশ্য রওনা হবেন। সিলেটে পৌছেই বিএনপি চেয়ারপারসন হযরত শাহ জালাল (র:) ও হযরত শাহ পরাণের (র:) মাজার শরীফ জিয়ারত করবেন। মাজার শরীফ জিয়ারত শেষে সন্ধ্যায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে খালেদা জিয়া।
খালেদা জিয়া সর্বশেষ সিলেটে গেছেন ২০১৩ সালের ৪ অক্টোবর। সে সময় আলিয়া মাদ্রাসা মাঠে ২০ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন।
গত ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সিলেটে হয়রত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে জনসভায় যোগ দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন।