খােলা বাজার২৪। সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮: বৃষ্টি ভেজা সন্ধ্যায় তারকাশূন্য একাদশ নামানোর মাশুল দিতে বসেছিলেন এর্নেস্তো ভালভারদে। লা লিগায় এই মৌসুমে প্রথম হারের শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। রবিবার শেষ পর্যন্ত পিছিয়ে পড়েও এস্পানিওলের মাঠে হার এড়িয়েছে তারা। জেরার্দ পিকের দুর্দান্ত হেডে হ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।
কয়েক দিন আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগ জিতেছিল বার্সেলোনা। ওই দলের ৫ জনকে এস্পানিওলের বিপক্ষে একাদশে রাখেননি এর্নেস্তো ভালভারদে। না থাকার তালিকায় সবচেয়ে বড় নামটি লিওনেল মেসির। আর্জেন্টাইন তারকার সঙ্গে বাদ পড়েছেন আলবা, সার্জি রবের্তো, ইভান রাকিটিচ ও অ্যালেক্স ভিদাল। তাদের জায়গায় খেলেছেন ফিলিপ কৌতিনিয়ো, পাকো আলকাসের, সেমেদো, দিগনে ও পাউলিনিয়ো।
বেশ বড় পরিবর্তন নিয়ে খেলতে নেমে সুবিধা করতে পারেনি বার্সেলোনা। আরসিডিই স্টেডিয়ামে প্রথমার্ধে সুযোগ তৈরি করতেই ঘাম ঝরেছে তাদের। প্রথম ৪৫ মিনিট কাতালান প্রতিপক্ষকে হতাশায় রাখতে তৎপর ছিল এস্পানিওল। অতিথি গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে একবার ছোটখাটো পরীক্ষা নিয়েছিল তারা। ২৬ মিনিটে বাপ্তিস্তাওর জোরালো শট সহজে ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক। চার মিনিট আগে কৌতিনিয়োর শট গোলবারে লাগলে মাথায় হাত পড়েছিল বার্সারও। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এনিয়ে লা লিগায় চতুর্থ ড্র করলো বার্সেলোনা। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৮। এক ম্যাচ কম খেলা অ্যাতলেতিকো মাদ্রিদ ১২ পয়েন্টে পিছিয়ে থেকে দুই নম্বরে। বার্সার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান ১৯ পয়েন্টের।