Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮: ইরাক সরকার ইসলামিক স্টেট, আল-কায়েদা ও সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইনের বাথ পার্টির প্রায় ৬০ জন সন্দেহভাজন সন্ত্রাসীর নাম সংবলিত একটি তালিকা প্রকাশ করেছে।

গত রবিবার ইরাকি সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে প্রকাশিত শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কন্যা রাঘাদ সাদ্দাম হোসাইনের নামও রয়েছে। তিনি এখন স্বেচ্ছানির্বাসনে জর্দানে অবস্থান করছেন।

তালিকায় ইসলামিক স্টেট (আইএস) এর ২৮জন, আল-কায়েদার ১২জন এবং বাথ পার্টির ২০জন সন্দেহভাজন শীর্ষ সন্ত্রাসীর নাম স্থান রয়েছে। তাদেরকে অবৈধভাবে সংগঠন পরিচালনা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাদের সন্দেহভাজন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে মান বাশোর নামে একজন লেবাননের নাগরিকও রয়েছে। তার বিরুদ্ধে ইরাকি নাগরিকদের সন্ত্রাসী কার্যক্রমে জড়াতে উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে।

এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মান বাশোর বলেন, ‘এটি একটি পুরাতন গল্প, যখন আমেরিকা ইরাকে তাদের দখল দারিত্ব শুরু করে তখন থেকেই আমরা ইরাকি ভূমির স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় মার্কিন দখলদার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছি।’

উল্লেখ্য, প্রকাশিত তালিকায় আইএসের প্রধান আবু বকর আল বাগদাদির নাম রহস্যজনকভাবে বাদ দেওয়া হয়েছে। সাংবাদিকরা এমন রহস্যজনক কাজের ব্যাখ্যা চাইলে সিকিউরিটি সার্ভিস এর ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানায়। এএফপি