খােলা বাজার২৪। সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮: রাজধানীর উত্তরায় পুলিশ চেক পোষ্টের সামনে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছিনতাইকারীরা আহসান হাবিব (১৮) নামের এ যুবকের গলায় ছুরি ঠেকিয়ে তার মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায়।
উত্তরার পূর্ব থানাধীন আব্দুল্লাহপুর পুলিশ চেক পোষ্ট সংলগ্ন এলাকায় রোববার সন্ধ্যায় এ ছিনইয়ের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ওই যুবক থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে একটি সাধারণ ডায়েরী দায়ের করেছে।
ভুক্তভোগী আহসান হাবিব আমাদের সময় ডট কমকে বলেন, ‘কিছু দিন আগে আমার বাবা খুব শখ করে ৯০ হাজার টাকা দিয়ে একটি স্যামস্যাং গ্যালাক্সী নোট ৮ মোবাইলফোন কিনে দিয়েছিল। কিন্তু ছিনতাইকারীরা গলায় ছুরি ঠেকিয়ে আমার সাধের মোবাইল ফোন ও সাথে থাকা প্রায় দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘আব্দুল্লাহপুর মোড় থেকে কক্সবাজারে যাওয়ার জন্য বাসের টিকেট কিনে বাসায় ফিরছিলাম। পথিমধ্যে রাস্তার পূর্ব পাশের পুলিশ চেক পোষ্টের কাছে আসা মাত্রই এক জন লোক গায়ে ধাক্কা দেয়। পরে তার সাথে থাকা অপর একজন বলে, ‘তুই কি ভাইয়েরে চিনিস?’ অপরদিকে পিছনে থাকা একজন ব্লেজারের ভেতর দিয়ে ছুরি ধরে গলায় ঠেকিয়ে সাথে থাকা মোবাইল ও টাকা পয়সা সব নিয়ে যায়।’
ছিনতাইয়ের বিষয়ে উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কামাল আমাদের সময় ডট কমকে বলেন, মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি জিডি করা হয়েছে। যার জিডি নং- ১৭১। অপরদিকে অপরাধীদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।