খােলা বাজার২৪। মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৮: যুক্তরাষ্ট্রের ওহাইও’এর একটি মরচুয়ারিতে এক বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে ন্যান্সি জো রবার্টস। এই নারীর কোনো স্বজন না আসায় তার সৎকার করা সম্ভব হচ্ছে না। পশ্চিমা দেশগুলোতে বয়স্ক ব্যক্তিদের সাবধান করে বলা হয় তারা যেন শেষ বয়সে প্রিয়জনের সান্নিধ্যে থাকে বা নিয়মিতভাবে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে যাতে তাদের অবস্থা পাছে ন্যান্সির মত না হয়। ফক্স নিউজ
দক্ষিণ-পশ্চিম ওহাইও’র সিনসিনাটি শহরের বাসিন্দা ছিলেন ন্যান্সি। বয়স হয়ে যাওয়ায় যখন তার ক্রমান্বয়ে শরীর দুর্বল হয়ে পড়ছিল তখন তার পাশে কেউ ছিল না। বেশ কয়েক মাস আগে তার আইনগত অভিভাবক ন্যান্সির মৃত্যুর খবরটি তার ভাগ্নে ডেভ লর্ডকে জানানো হয়। ভাগ্নে কোনো সাড়া না দেওয়ায় ন্যান্সির মরদেহ অন্তেষ্ট্যিক্রিয়া হোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু এ অভাবী ও হতভাগা নারীর লাশ হোম কর্তৃপক্ষ বেশিদিন না রেখে প্রিমিয়াম মরচুয়ারিতে পাঠিয়ে দেয়।
কিন্তু মৃতদের দেখভাল করেন যিনি সেই ডেথ কেয়ার এ্যাটর্নি পল লিমাস্টারস বলছেন, আইনগতভাবেই ন্যান্সির দায়িত্ব কেউ না নেওয়া পর্যন্ত তার কোনো সৎকার মরচুয়ারি কর্তৃপক্ষ করতে পারবে না। তাকে কবরস্থ করা যাবে না, পুড়িয়ে ফেলা যাবে না বরং তাকে যতটা মর্যাদার সঙ্গে সম্ভব সংরক্ষণ করতে হবে। ব্যবসার দিক থেকে মরচুয়ারি কর্তৃপক্ষের জন্যে ন্যান্সির মরদেহ দীর্ঘদিন সংরক্ষণ করা হয়ত সম্ভব নয় কিন্তু তারাও তাকে নিয়ে কি করতে পারবে যখন কোনো অন্ত্যেষ্টিক্রিয়া হোম এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে চাচ্ছে না। প্রিমিয়াম মরচুয়ারির পক্ষ থেকে ন্যান্সির যথাযথ সৎকারের জন্যে প্রস্তাবও দিয়েছে। কিন্তু ঈশ্বরের মনে কি রয়েছে, ন্যান্সির পরিবারের ইচ্ছাও বা কি এবং ন্যান্সিই বা কার জন্যে অপেক্ষা করছেন তা বলা মুস্কিল!