Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৮: আওয়ামী লীগের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি বলেন, বিএনপি আজকে সংসদে নাই, রাজপথেও নাই। বিএনপি হাড়ে হাড়ে টের পাচ্ছে  নির্বাচনে না  এসে  কি ভুল করেছে। বিএনপি নেতারা সত্য কথা শুনতে পারে না। সত্য কথা শুনলে গায়ে তাদের ফস্কা পড়ে।

রাহুল রাহা’র সঞ্চালনায় চ্যানেল টোয়েন্টিফোর’র মুক্তবাক আলোচনায় তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি বলেন, একজন লোকের কি করে পাঁচটা জন্মদিন হয়। উনি একটা দলের নেত্রী না। তার একটা দায়বদ্ধতা আছে না। এত কিছু থাকতে কেনো তাকে ১৫ আগস্ট জন্মদিন পালন করতে হবে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু  নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। ড.ইউনুসকে দিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। বিশ্বব্যাংক কথিত দুর্নীতি’র নামে অর্থায়ন বন্ধ করে দেয়। কানাডার আদালতে মামলা হয়। সেই মামলার রায়ে পদ্মা সেতুতে দুর্নীতি শুধু একটা মিথ ছিল রায়ে বলা হয়। তারপরে যখন আওয়ামী লীগ সরকার নিজেদের অর্থায়নে পদ্মাসেতু করা শুরু করলো। তখন বিএনপি নেত্রী বললেন তারা কেনো দিন এই সেতু করতে পারবে না। তারা ক্ষমতায় গেলে দুটি সেতু করে দেবেন। যখন দেখলো পদ্মা সেতু দৃশ্যমান। তখন আবার বললো জোড়াতালির সেতুতে কেউ উঠবে না। পদ্মা সেতুতে অর্থায়ন ভুল ছিল, এটি কিন্তু বিশ্বব্যাংক এখন বলেছে।

বিএনপি নেত্রী নিলুফার মণি’র এক কথার প্রেক্ষিতে ফজিলাতুন নেসা বাপ্পি বলেন,  নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে,অন্য কারো অধীনে নয়। এ সময় নিলুফার মণিদের আরও পড়াশুনা করে টকশো আসার পরামর্শ দেন।