খােলা বাজার২৪। বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮: বাংলাদেশের সামনে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে আটে উঠার হাতছানি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টাইগাররা জিতলে অথবা ড্র করলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে নয় নম্বর থেকে আট নম্বরে উঠবে বাংলাদেশ। আর নয় নম্বরে নেমে যাবে ওয়েস্ট ইন্ডিজ।
আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৭২ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে নবম স্থানে। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম অবস্থানে। তাদেরও পয়েন্ট পয়েন্ট ৭২। কিন্তু দশমিক পয়েন্ট হিসাবে ক্যারিবীয়রাই এগিয়ে।
গত রোববার শেষ হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হয়। আগামী ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ জয় কিংবা ড্র করলে র্যাঙ্কিংয়ে আটে উঠবে। অন্যদিকে, হারলে র্যাঙ্কিংয়ে অবস্থানের কোনও পরিবর্তন হবে না। কারণ, দশম অবস্থানে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট মাত্র এক।
টেস্ট র্যাঙ্কিংয়ে ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারত। তাদের চেয়ে ছয় পয়েন্ট কম অর্থাৎ ১১৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে দ্বিতীয় অবস্থানে। ১০৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। -ক্রিকইনফো