Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮: এই মৌসুমটা একেবারে খারাপ যাচ্ছে রিয়াল মাদ্রিদের। লা লিগায় নেই ছন্দে, বিদায় নিয়েছে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে প্যারিস সেন্ত জার্মেই হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে রিয়ালকে অনুপ্রেরণা দিলেন তাদের সপ্তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ী কোচ ইয়ুপ হেইঙ্কেস।

বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ নিজের অভিজ্ঞতা থেকেই রিয়ালকে এগিয়ে রাখছেন পিএসজির বিপক্ষে। সান্তিয়াগো বার্নাব্যুতে তার সময়ে এমন পরিস্থিতি মোকাবিলা করে ‘সেপ্তিমা’ জিতেছিল রিয়াল।

গোল’কে দেওয়া সাক্ষাৎকারে হেইঙ্কেস জানালেন তার অভিজ্ঞতা, ‘১৯৯৮ সালে আমরা যখন চ্যাম্পিয়নস লিগ জিতলাম, তখন লা লিগায় চতুর্থ হয়েছিলাম।’

তাই হ্যাটট্রিক শিরোপা মিশনে রিয়ালের আশা ছেড়ে দিচ্ছেন না তিনি, ‘অভিজ্ঞতা থেকে বলছি, রিয়ালকে খাটো করে দেখা কখনও উচিত নয়। ইউরোপিয়ান মঞ্চে লড়াইয়ের জন্য ভালো একটা দল আছে তাদের। পিএসজির চেয়ে বেশি অভিজ্ঞতা তাদের, অনেক বেশি। আমি বিশ্বাস করি তারাই জিতবে এই লড়াই।’

আগামী ১৪ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসজিকে স্বাগত জানাবে রিয়াল। মার্কা