খােলা বাজার২৪। বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮: চীনে ইরান গত বছর ২৫ ভাগ রফতানি বৃদ্ধি করে বাড়তি আয় করেছে ১৮.৫৮ বিলিয়ন মার্কিন ডলার। দেশটির বাণিজ্য উন্নয়ন সংস্থার প্রধান হোসেইন রোসতায়ি বলেন, চীনে অপরিশোধিত তেল, পলিইথিলিন, মিথানল, সালফার, স্টিরিন, আকরিক, তামা, কোরোমাইট, ইস্পাত, দস্তা ও মারবেল পাথর প্রধানত রফতানি করে।
গত বছর ২১ মার্চ থেকে ২১ ডিসেম্বর চীন ইরান থেকে প্রধান পণ্য আমদানিকারক দেশ ছিল। ওই নয় মাসে ২৪.৭৯৮ টন পণ্য আমদানি করতে চীন ব্যয় করে ৬.৫২ বিলিয়ন ডলার।