Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮:  নারীদেরকে স্বকীয়তা বজায় রেখে পুরুষ-নির্দেশিত পথ পরিহার করার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। মঙ্গলবার উত্তর ইংল্যান্ডের শহর ম্যানচেস্টারে এ পরামর্শ দেন তিনি। এসময় তিনি নারীদেরকে আরও বেশি সংখ্যকহারে রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানান। ব্রিটিশ নারীদের ভোটাধিকার অর্জনের ১শ’ বছর পূর্তি উপলক্ষে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন মে।

 

উল্লেখ্য, ১৯১৮ সালে বিটিশ নারীরা প্রথম ভোটাধিকার পান। তবে তাদের এ অর্জনের পথ খুব সহজ ছিল না। এজন্য বছরের পর বছর বহু আন্দোলন, কারাবাস ও অনশন করতে হয়েছে ভোটাধিকারকামী নারীদেরকে। আর এ আন্দোলনের একজন পথিকৃৎ হলেন, এমিলিন প্যানখার্সট। ম্যানচেস্টার শহরটি এমিলিন প্যানখার্সটেরই জন্ম ও বড় হওয়ার স্থান। এর ধারাবাহিকতায় থেরেসা মে হলেন ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে ব্রিটেনের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন লৌহমানবীখ্যাত মার্গারেট থেচার।

 

মে বলেন, ‘আমি সবসময়ই বিশ্বাস করি রাজনীতিতে নারীদের অনেকবেশি অংশগ্রহণ প্রয়োজন। আর এরমাধ্যমেই গণতন্ত্রে একটি ভারসাম্যময় অবস্থা সৃষ্টি হবে। এ প্রসঙ্গে আমার পরামর্শ হল, নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে হবে। কখনই এটি চিন্তা করার প্রয়োজন নেই যে, পুরুষ-নির্দেশিত পথই একমাত্র আদর্শ পথ। কেবল নিজেদের যোগ্যতার ওপর দৃঢ় বিশ্বাস রাখো এবং কাজ করে যাও।’ রয়টার্স