Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮: আজ ৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার)  বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ডেকে দেয়া হয়েছে পুরো বরিশাল নগরী। বিশেষ করে প্রধানমন্ত্রীর যাতায়াত পথ থেকে জনসভাস্থলে আরও এক সপ্তাহ আগেই নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ এনে নগরীর গুরুত্বপূর্ণস্থানে মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ সফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াত পথ এবং বঙ্গবন্ধু উদ্যানের জনসভাস্থলসহ সর্বত্র কঠোর নিরাপত্তা দেয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নগরীর পাঁচটি সেক্টরে এক হাজার ৬৮ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে।

পাশাপাশি র‌্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধু উদ্যানসহ আশপাশের এলাকায় শতাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রতিটি মানুষকে নিরাপত্তা গেটের (আর্চওয়ে) মধ্যদিয়ে জনসভাস্থলে প্রবেশ করতে হবে।

এছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যরাও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় থাকবেন।