খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮: উত্তর কোরিয়ার ওপর নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বুধবার নতুন এ নিষেধাজ্ঞাকে ‘বিশ্বের কঠোরতম অনুশাসন’ হিসেবে আখ্যা দেন। এবারের শীতকালীন আলিম্পিকের আয়োজকদেশ দক্ষিণ কোরিয়া রওনা দেওয়ার আগে, জাপানের রাজধানী টোকিওতে অবস্থানকালে এসব কথা বলেন তিনি।
বিশ্লেষকরা মনে করেন, শীতকালীন অলিম্পিকের দু’দিন আগে দেওয়া তার এ বক্তব্য বিশেষ গুরুত্ব বহন করে। কেননা অনিচ্ছায় হলেও, শীতকালীন অলিম্পিকে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় গিয়ে পেন্স উত্তর কোরিয়ার অত্যন্ত বর্ষীয়ান ও প্রভাবশালী দু’জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গ পাবেন।
পেন্স বলেন, খুব শীঘ্রই উত্তর কোরিয়ার ওপর নতুন করে আরেকটি নিষেধাজ্ঞা ঘোষণা করবেন তিনি। ‘বিপথগামী’ দেশটিকে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরিয়ে আনতে চাপপ্রয়োগের প্রক্রিয়া হিসেবে আরও কঠোর এ নিষেধাজ্ঞাটি আরোপ করা হবে।
এদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন তার টুইটারে বলেন, উত্তর কোরিয়ার ওপর আরোপিত কঠোর এ নিষেধাজ্ঞাটি ঠিক কেমন হতে যাচ্ছে, সেবিষয়টি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হবে।