Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮: গৃহযুদ্ধপিড়িত সিরিয়ার রাজধানী দামেস্কের নিকট ঘৌতা জেলার পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজাভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ হতাহতের খবরটি নিশ্চিত করেছে।

পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, রাশিয়া-সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনী গত বুধবার দুমা, হামাউরিয়া ও বেইত সুয়ার সন্ত্রাসী কবলিত স্থানগুলোতে বিমান হামলা চালিয়েছে। হামলায় ১২ জন শিশুও নিহত হয়েছে এবং আরও ৬৫ জনকে আহত অবস্থায় জরুরি সেবাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রায় একবছর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়া ও ইরান সমর্থিত শিয়াদের সেনা জোট নিয়ে রাজধানী দামেস্কের নিকট গৌটার পূর্বাঞ্চলে বিদ্রোহী সন্ত্রাসীদের ওপর অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে।

যুদ্ধের কারণে গৌটা জেলায় খাবার ও ঔষধ সামগ্রীর অভাব দেখা দিয়েছে। পুষ্টির অভাবে অবরুদ্ধ নাগরিকরা ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বহির্বিশ্বের চাপ বাড়ছে ও বিভিন্ন সংস্থা থেকে মানবাধিকার লংঘনের অভিযোগ উঠছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয় গৌটা হল রাজধানীর নিকটে সর্বশেষ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা যা গত ৭ বছরের যুদ্ধে বাশার সরকার নিয়ন্ত্রণে নিতে পারেনি। তারা মাত্র একমাসের যুদ্ধবিরতি আহবান জানিয়েছিল।