Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮: বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ফেসবুক। তবে সম্প্রতি ভার্চুয়াল কারেন্সি সংবলিত সব বিজ্ঞাপন এবং সার্ভিস বন্ধ করে দেয়ার পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ফেইসবুক কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চললেও অনেক প্রতিষ্ঠানই এখন ভার্চুয়াল মুদ্রাকে বিশ্বাসযোগ্য মনে করছে না। পাশাপাশি নতুন অনেক ক্রিপ্টোকারেন্সি বাজারে এসেছে ভার্চুয়াল কারেন্সিকে অস্থিতিশীল করে তুলেছে।

এ কারণে ফেইসবুকের নিরাপত্তা ভঙ্গ করে এমন যেকোন নিউজফিড রিপোর্ট করে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে গ্রাহকদের।

তবে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এবং বিশ্বাসযোগ্য সব কিছুর সাথে গ্রাহকদের পরিচয় করিয়ে দিতে প্রতিষ্ঠানটি সচেষ্ট থাকবে। বাংলাদেশ প্রতিদিন