Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮: চীনের একটি স্কুলের অঙ্ক পরীক্ষায় এমন একটি প্রশ্ন এসেছে, যা দেখে হতচকিত হয়ে পড়ে স্কুলের শিক্ষার্থীরা। এ নিয়ে দেশটির সামাজিক মাধ্যমগুলোয় সমালোচনার ঝড় ওঠে। ‘একটি জাহাজে যদি ২৬টি ভেড়া আর ১০টি ছাগল থাকে, তাহলে ওই জাহাজের ক্যাপ্টেনের বয়স কতো?’Ñ ঠিক এ প্রশ্নটিই করা হয় চীনের শুনকিং জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর পরীক্ষায়। পরীক্ষার্থীদের গড় বয়স ১১ বছর। শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর দেয়ার যে প্রাণান্ত চেষ্টা চালিয়েছে, তা উত্তরপত্র দেখলেই দৃশ্যমান হয়। এসব উত্তরপত্রের কয়েকটি ছবি চীনের সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে; শুরু হয় তুমুল বিতর্ক।

চীনের শিক্ষা কর্মকর্তারা বলছেন, এটি কোনো ভুল নয়। বরং এর মাধ্যমে আসলে জটিলতার ব্যাপারে শিক্ষার্থীদের শিক্ষা দেয়ার চেষ্টা করা হয়েছে। তবে জটিল হলেও প্রশ্নেরও উত্তর দেয়ার চেষ্টায় কোনো কমতি ছিল না খুদে শিক্ষার্থীদের। একজন লিখেছে, ‘ক্যাপ্টেনের বয়স হবে কমপক্ষে ১৮। কারণ, একটি জাহাজ চালানোর জন্য তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে।’ আরেকজন লিখেছে, ‘তার বয়স ৩৬। কারণ, ২৬+১০ মিলে হয় ৩৬। ক্যাপ্টেন তার বয়স অনুযায়ী প্রাণিগুলো নিয়েছেন।’ তবে এক ছাত্র বেশ সহজেই হাল ছেড়ে দিয়েছে। সে লিখেছে, ‘ক্যাপ্টেনের বয়স হলো আমি জানি না। আমি এ প্রশ্নের সমাধান করতে পারব না।’ খুদে শিক্ষার্থীদের জন্য এ ধরনের প্রশ্নÑ বিষয়টা মেনে নিতে পারেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়রা। তারা বেশ রূঢ়ভাবেই কর্তৃপক্ষের সমালোচনা করেছেন।