খােলা বাজার২৪। শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পাটন গ্রামে মৌমাছির আক্রমণে অলি উল্লাহ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার এ ঘটনায় তার দুই ছেলে সিফাত (৫), রিফাত (৩) ও পাশের বাড়ির দুখু মিয়া (৪৫) গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রী ফাতেমা বেগম জানান, অলি উল্লাহ তার দুই ছেলেকে নিয়ে নিজের আলুর জমি দেখতে যান। সে সময় পাশের একটি গাছ থেকে মৌমাছির দল তাদের উপর হামলা চালায়। এতে দুই ছেলে ও প্রতিবেশি দুখু মিয়াসহ অলি উল্লাহ আহত হন। চিৎকার শুনে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে পাশের নায়েরগাঁও বাজারের জমজম হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কোনও চিকিৎসক না থাকায় সরকারি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। সরকারি হাসপাতালে নেওয়ার পথে অলি উল্লাহ মারা যান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।