খােলা বাজার২৪। শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮: দুর্নীতির মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ডের প্রতিবাদে টেকনাফে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রদল।
শুক্রবার বেলা ৩টার দিকে টেকনাফ উপজেলা ছাত্রদল সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারন সম্পাদক নুরুল হুদার নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রদলের নেতাকর্মী হ্নীলা বাস স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করে সটকে পড়ে। পুলিশ টহলে থাকলেও ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশকে ফাঁকি দিয়ে হ্নীলা উত্তর স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে মৌলভী বাজারে গিয়ে শেষ হয় ।
এসময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল হুদা প্রমুক।