Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮: টেকনাফ উপজেলার হোয়াইক্যং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পের এক সেনা গোয়েন্দা সদস্যের হাতে রোহিঙ্গা শিশুদের মারধরের ঘটনায় ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে ।

সূত্রে জানা যায়, ৯ ফেব্রুয়ারী বেলা সাড়ে ৩টার দিকে কান্জর পাড়ায় অবস্থিত অস্থায়ী সেনা ক্যাম্পের গোয়েন্দা সদস্য ল্যা. করপোরাল জমির উদ্দিন দায়িত্বকালীন সময় ক্যাম্পের শিশুদের খাবার বিতরণের সময় উক্ত ক্যাম্পের শিশুদের বকাবকি ও মারধর করার ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে ক্যাম্পের রোহিঙ্গারা। মারধরে ডি ব্লকের আমির হোসেন এর মেয়ে আজিদা বেগম(৮), রশিদের মেয়ে সুমাইয়া আক্তার(৮)নুরুল আলমের ছেলে মেরজান আলী(৬)আলম শাহ এর পুত্র ওমর(৫) আহত হয় বলে জানা গেছে।এ ঘটনায় ক্যাম্পের বসবাসরত শত শত রোহিঙ্গারা উত্তেজিত হয়ে তাকে অবরোধ করে রাখে ও বিচারের দাবীতে স্লোগান দিতে তাকে।

পরবর্তীতে কান্জর পাড়ায় অবস্থিতি সেনা ক্যাম্পের ইনর্চাজ মেজর রিহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল এসে পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন খান জানান, তিনি এ ধরনের কোন ঘটনার কথা শুনেননি বলে জানায়।