খােলা বাজার২৪। শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮: ঢাকা টেস্টে অনেকটা ব্যাকফুডে বাংলাদেশ। খেলার দ্বিতীয় দিন শেষে ম্যাচ অনেকটা কঠিন হয়ে এসেছে টাইগারদের জন্য। ইতোমধ্যে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৩১২ রানে লিড নিয়েছে। এখনো তাদের হাতে রয়েছে দুই উইকেট। আজ ম্যাচের তৃতীয় দিন। তাই ম্যাচটি বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করে ২২২ রান। অন্যদিকে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১১০ রানে। তাই প্রশ্ন দ্বিতীয় ইনিংসে ৩০০ প্লাস রান তাড়া করে জিততে পারবে তো বাংলাদেশ? অন্তত প্রথম দুই দিনের উইকেটের আচরণ দেখে অনুমান করা যাচ্ছে, এই উইকেটে ৩০০ প্লাস করাটা বাংলাদেশের জন্য সহজ ব্যাপার হবে না। কিন্তু তারপরও জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
গতকাল ম্যাচ শেষে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কণ্ঠে এমনটাই শোনা গেল। তার মতে, দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি ভালো করতে পারে তাহলে জয় পাওয়া সম্ভব।
মিরাজের কথা বাস্তবায়ন করতে গেলে টাইগারদের কঠিন পরীক্ষা দিতে হবে। এজন্য শ্রীলঙ্কার ইনিংস যেন আর লম্বা না হয় সে ব্যাপারে টাইগারদের লক্ষ্য রাখতে হবে। এরপর ব্যাট হাতে ভালো করতে হবে টপ অর্ডারের ব্যাটসম্যানদের।
এদিকে ম্যাচের দ্বিতীয় দিনের ৮ উইকেটে ২০০ রান নিয়ে আজ আবার ব্যাটিংয়ে নামছে শ্রীলঙ্কা দল। গত ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হয়।