খােলা বাজার২৪। শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮: অনলাইন ব্যবসায় পরিধি দিন দিন বাড়ছে। আর এর ৬০ ভাগই নারী। তবে যথাযথ প্রশিক্ষণ ও সহায়তার অভাবে সফল উদ্যোক্তায় পরিণত হতে পারছে না অনেকেই। আর তাই সরকারি পৃষ্ঠপোষকতার তাগিদ দিচ্ছেন গবেষকেরা।
ই-ক্যাবের হিসেব অনুযায়ী, এক হাজার ওয়েবসাইট ও ১০ হাজার ফেসবুক পেজের মাধ্যমে পণ্য বেচাকেনা হচ্ছে অনলাইনে। আর এতে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান।
২০১৪ সালে অনলাইনে বিক্রি হয়েছে ৪০০ কোটি টাকার পণ্য। এরপর ৩ বছরে বিক্রি বেড়েছে ৩ গুণেরও বেশি।
পরিসংখ্যানে দেখা গেছে, অনলাইন জগতে ব্যবসায় জড়িতদের বেশিরভাগই নারী। বাড়িতে থেকেই অনেক নারীই যুক্ত হচ্ছে অনলাইন ব্যবসায়।
স্বল্প পুঁজিতে ব্যবসা করা যাচ্ছে বলে অনেক নারীর রয়েছে পণ্য বিক্রির ফেইসবুক পেইজ। জটিলতা এড়াতে তাদের ট্রেড লাইসেন্সের আওতায় আসার পরামর্শ দিচ্ছে, ই-ক্যাব।
গবেষকরা বলেন, অনলাইনে ব্যবসায় জড়িতদের অনেকেই জানেন না কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। তাই ব্যবসা টেকসই করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ অনলাইন ব্যবসা ক্ষেত্রেও সম্প্রসারিত করার দরকার আছে।
সূত্র : ইন্ডিপেন্ডেন্ট টিভি