খােলা বাজার২৪। রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮: মৌলভীবাজারের হাকালুকি হাওরে চলতি শীত মৌসুমে ৪৪ প্রজাতির পরিযায়ী পাখির দেখা পাওয়া গেছে। আর মোট পাখির দেখা মিলেছে ৪৫ হাজার ১০০টি। এরমধ্যে ‘পিয়ং হাঁস’ পাখির দেখা মিলেছে সবচেয়ে বেশি। সংখ্যায় পিয়ং হাঁস দেখা গেছে ৫ হাজার ৬৭৫টি।
হাকালুকি হাওরে পাখি শুমারি শেষে কুলাউড়ায় জীববৈচিত্র্য রক্ষার কাজে নিয়োজিত ক্রেল প্রকল্পের স্থানীয় কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের সরকারি সংরক্ষিত মাছের অভয়াশ্রম বিল পাখির অনিরাপদ অভয়ারণ্যে পরিণত হওয়ায় গত বছরের তুলনায় এ বছর পাখির সংখ্যা কম।
বিশ্বের শীতপ্রধান দেশগুলোতে শীত যখন তীব্র হয়ে ওঠে তখন এ দেশের আতিথ্য নিতে ছুটে আসে পরিযায়ী পাখিরা। প্রতিবারের মতো এবারও পরিযায়ী পাখিরা ঝাঁকে ঝাঁকে ছুটে আসলেও পাখির সংখ্যা কম।
পাখি বিশেষজ্ঞ ও বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম হক জানান,বাংলাদেশ বার্ড ক্লাব এবং ক্রেল প্রজেক্ট গত ৩ ও ৪ ফেব্রুয়ারি হাকালুকি হাওরে পাখিশুমারি সম্পন্ন করে। হাওরে মোট ৪৪ প্রজাতির ৪৫ হাজার ১০০ পাখি পাওয়া গেছে। এরমধ্যে হাকালুকির হাওর খালে সবচেয়ে বেশি পাখি দেখা গেছে। এখানে ১৫ হাজার ৭৩৫টি পাখি দেখা যায়। প্রজাতি অনুযায়ী সবচেয়ে বেশি দেখা গেছে পিয়ং-হাঁস।
তিনি আরও জানান, পাখির সংখ্যার দিক থেকে গত বছরের চেয়ে কম। পরিযায়ী পাখিদের প্রজাতির সংখ্যা কমে যাচ্ছে।
এদিকে হাকালুকিতে চলতি শীত মৌসুমে পর্যটক-দর্শনার্থীদের ভিড় বেড়েছে। প্রতিদিনই পাখিপ্রেমিরা ছুটে আসছেন এখানে পাখি দেখতে। হাকালুকিতে পর্যবেক্ষণ টাওয়ার থেকে দূরবীনের সাহায্যে পাখি আর বিলের জলজ সম্পদ দেখে মুগ্ধ পর্যটকরা।