খােলা বাজার২৪। রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮: কুকুর নারীদের বেশী সম্মান করে বলে সম্প্রতি দাবি করেছে গবেষকরা। গবেষণায় বলা হয়, যদি আপনার পোশা কুকুটি আপনাকে দেখে ঘেউ ঘেউ করে তাহলে বুঝতে হবে কোথাও সমস্যা আছে। এমনও হতে পারে কুকুরটি আপনাকে পছন্দ করছে না। অথবা সে কি চায় সেটা বুঝতে হবে।
গবেষকরা বলেন, বিশেষ করে যখন খেতে বসেন তখন কুকুরটি যদি আপনার শরীরে বা দরজায় পা দিয়ে থাবা বা খামচি মারে, তখন আপনাকে বুঝতে হবে কুকুরটি আপনার সাথে খেতে নয়, সে আপনার থেকে দুরে যেতে চায়।
২০১৭ সালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, একমাত্র নারীরাই ভাল বুঝতে পারে যে তার পোষা কুকুরটি কি পছন্দ করে, আর কি অপছন্দ করে।
রয়েল সোসাইটি অব ওপেন সাইন্স কর্তৃক প্রকাশিত গবেষণায় দেখা গেছে, একটি কুকুর যখন তার ভাষায় মানুষের সাথে যোগাযোগ বা কথা বলা চেষ্টা করে তখন দেখা যায় যে পুরুষদের তুলনায় নারীরা কুকুরদের ভাষা বেশি বুঝতে পারে।
এই গবেষণায় প্রায় ১৮ টি কুকুর ব্যবহার করা হয়েছে। যেখানে একটি সাধারণ বিষয় দেখা গেছে যে পুরুষদের তুলনায় নারীরা স্বভাবতই বেশি সহানুভুতিশীল এবং সংবেদনশীল হয়ে থাকে। তাই একটি কুকুরের দেখভাল থেকে শুরু করে সকল ক্ষেত্রেই পুরুষদের থেকে বেশি যতœবান হওয়ায় অধিকাংশ কুকুরই নারীদের কাছে পোষ্যতা শিকার করে