খােলা বাজার২৪। রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮:
এখন তিনি সাধারণ কয়েদী?
তিনবার বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন।বহু মানুষ বিশ্বাস করে যদি সুষ্ঠু নির্বাচন হতো এখনও তিনি থাকতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সবাই হেরেছে, কিন্ত কোনোদিন কোনো নির্বাচনে হারেননি তিনি।
এই জনপ্রিয়তম রাজনীতিককে ৭৩ বছর বয়েসে রাখা হয়েছে পরিত্যক্ত এক জেলখানায়। স্যাঁতস্যাঁতে একটা ঘরে। তাকে নাকি দেয়া হয়েছে সাধারণ কয়েদীদের খাবার আর পোষাক! চিন্তা করা যায় এসব!
এতো ক্ষোভ আর এতো রাগ যার বিরুদ্ধে, তার বিচারে সরকার হস্তক্ষেপ করেনি কিভাবে বিশ্বাস করবে মানুষ?
আসিফ নজরুলের ফেসবুক থেকে নেয়া।