খােলা বাজার২৪। রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮: ৬২ জন যাত্রী নিয়ে রাশিয়ার একটি আঞ্চলিক যাত্রীবাহি নিখোঁজ হয়ে গেছে। মস্কো বিমানবন্দর থেকে বিমানটি যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সারাতভ এয়ারলাইন্সের অন-১৪৮ বিমানটি মস্কো থেকে রাশিয়ার ওরস্ক শহরের দিকে যাচ্ছিল। একটি জরুরি সেবা সূত্র থেকে জানানো হয়, যদি বিমানটি বিধ্বস্ত হয়ে থাকে তাহলে কারোই বেঁচে থাকার সম্ভাবনা নেই। বিমানটিতে ৬ জন ক্রু ছিল। সংবাদটি এখনো আপডেট চলছে। বিবিসি