খােলা বাজার২৪। রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮: যমুনা ব্যাংক ফাউন্ডেশন – এর উদ্যোগে ও অর্থায়নে ওয়াজউদ্দীন ফাউন্ডেশন ট্রাষ্ট ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও হেফজখানা, গলিয়ার চর, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লায় বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস ও সাধারন চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ এর সম্মানীত পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আলহাজ্ব নঝর মোহাম্মদ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিকুল আলম, ভাষা সৈনিক ও বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. জসীম উদ্দিন আহমেদ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে ৩৭২২ জন রোগীর চিকিৎসাসহ বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া ৪৩০ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়।