খােলা বাজার২৪। রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮: সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এফএসআইবিএল থার্ড ডিপলোমেট কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ টেনিস ফেডারেশনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি জনাব মোঃ শাহরিয়ার আলম, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব গোলাম মোরশেদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব শাহাজাদা বসুনিয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।