খােলা বাজার২৪। সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮: সম্প্রতি ইসরায়েল সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সিরিয়ার বিমান ঘাঁটিতে। সিরিয়ার সেনাবাহিনী জেরুজালেমের একটি যুদ্ধবিমান ধ্বংস করার পর ওই বিমান হামলা চালায় ইসরায়েল।
১৯৮২ সালের লেবানন যুদ্ধের পর থেকে সিরিয়ার বিরুদ্ধে চালানো এটাই সবচেয়ে বড় ধরনের ভয়াবহ হামলা। এতে সিরিয় বাহিনীর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। সিরিয়-বাহিনী ইসরায়েলি একটি বিমানকে ধ্বংস করার পাল্টা জবাব হিসেবে এই আক্রমণ চালায় ইসরায়েল। সিরিয়ার সেনা ঘাঁটি ছাড়াও সেখানে অবস্থিত ইরানি সেনা-ঘাঁটিতেও আক্রমণ চালায় ইসরায়েলি বিমান।
কলকাতা টুয়েন্টিফোর’র প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল দাবি করেছে, তাদের সীমান্তের ভেতর ঢুকে পড়া একটি ইরানি ড্রোনকে গুলি করে ধ্বংস করে সেনারা। এরপর সিরিয় এবং ইরানি সেনা-ঘাঁটিতে আক্রমণ চালানো হয় ইজরায়েলি বিমান থেকে। এর পাল্টা জবাবে সিরিয় বাহিনী গুলি ছুঁড়লে বিমানটি ইসরায়েলের সীমানার ভেতরে পড়ে যায়।
পাল্টা হামলায় দামেস্কের কাছে সিরিয়ার বেশ কয়েকটি সেনা-ঘাঁটিতে আক্রমণ চালায় ইসরায়েল। তবে সিরিয়া ও তাদের মিত্র ইরান বলেছে তাদের কোনও ড্রোন ইসরায়েলের সীমান্তে প্রবেশ করেনি। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া এবং দেশটি সব পক্ষকেই ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন