খােলা বাজার২৪। সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮: কর ছাড় নিয়ে আইসিসি বনাম ভারতীয় ক্রিকেট বোর্ড ঝামেলা থেকেই গেলাে। ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ওয়ান ডে চ্যাম্পিয়নস ট্রফি৷ কিন্তু ভারত সরকারের কাছ থেকে কর ছাড় না পাওয়ার কারণে টুর্নামেন্টটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়ে রেখেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা৷
২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টটিতেও কর ছাড় পায়নি আইসিসি৷ এই টুর্নামেন্টের জন্য বিসিসিআই-এর বকেয়া ১২৫ কোটি রুপি দাবি করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷
আইসিসির আইন বলছে, কোন দেশের সরকারের কাছে কর ছাড় আদায় করাটা সংশ্লিষ্ট বোর্ডের বিষয়৷ যেহেতু বিসিসিআই কর ছাড় আদায় করতে পারেনি তাই বকেয়া ১২৫ কোটি রুপি মিটিয়ে ফেলতে হবে তাদের৷