খােলা বাজার২৪। সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮: দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম ওয়ানডেতেও আফগানিস্তানের কাছে হেরেছিল জিম্বাবুয়ে। অবশেষে ব্রেন্ডন টেলরের দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের দেখা পেলো তারা। রবিবার ১৫৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালেন গ্রায়েম ক্রেমাররা।
শারজায় টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। টেলরের সঙ্গে সিকান্দার রাজার দারুণ জুটিতে ৫ উইকেটে ৩৩৩ রান করে তারা। জবাবে তেন্দাই চাতারা ও ক্রেমারের বোলিংয়ে ৩০.১ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় আফগানরা।
মাত্র ১০ রানে প্রথম উইকেট হারালে হ্যামিলটন মাসাকাদজার সঙ্গে টেলরের ৮৫ রানের জুটি প্রতিরোধ গড়ে। মাসাকাদজা ৪৮ রানে ফিরলে ক্রেইগ আরভিনের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন টেলর।
সিকান্দারের সঙ্গে ১৩৫ রানের অসাধারণ জুটি গড়ার পথে নবম ওয়ানডে সেঞ্চুরি পান টেলর। ১২১ বলে ৫ চার ও ৮ ছয়ে ১২৫ রান করেন তিনি। ৭৪ বলে ৯ চার ও ৪ ছয়ে ৯২ রানে আউট হন সিকান্দার। আফগান স্পিনার রশিদ খান সর্বোচ্চ দুটি উইকেট নেন।
জবাব দিতে নেমে ব্যাটিং ধসের মুখোমুখি হয় আফগানরা। রহমত শাহ (৪৩) ও মোহাম্মদ নবির (৩১) পর দৌলত জাদরান সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত ছিলেন। ক্রেমার সর্বোচ্চ চারটি উইকেট নেন, চাতারা পান তিনটি।