খােলা বাজার২৪। সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮: নরসিংদী প্রতিনিধি মো: রাসেল মিয়াঃ নরসিংদী শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতের কান্দি গ্রামে ওমর আলী (৩০), পিতা- হাছেন আলী নামে এক ব্যাক্তি বৈদ্যুতিক শর্টে নিহত হয়। আজ সোমবার সকাল ৯ টায় অবৈধভাবে পুকুর হইতে মাছ ধরতে গিয়ে হঠাৎই পুকুরের মালিক ধাওয়া করলে টের পাইয়া দৌড়াইয়া পালানোর সময় বিল্ডিং এর পিছনে পরিত্যাক্ত স্থানে পল্লীবিদ্যুৎ এর পড়ে থাকা তারে পা লাগলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওমর আলী মৃত্যুবরণ করে। এসময় আশপাশের মানুষ দেখতে পেয়ে ঘটনাস্থলে আসে এবং নরসিংদী পল্লীবিদ্যুৎ-১ ও ফায়ার সার্ভিসকে অবগত করলে তাৎক্ষণিক শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। অপরদিকে শিবপুর মডেল থানার এস.আই মোঃ সুমন হোসেন গণমাধ্যম কর্মীকে জানায়, এ সমস্ত বিদ্যুৎপৃষ্ট হয়ে বিগত সময়ে নরসিংদী জেলায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এখনই যদি বিদ্যুতায়ন বোর্ড কভার তার দিয়ে পল্লীবিদ্যুৎ এর লাইনগুলো রাস্তার পাশ দিয়ে সংযোগ দেয়া হয় তাহলেই এ ধরণের মর্মান্তিক দুর্ঘটনা কমে আসবে বলে জানায় এলাকাবাসী।