Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮: মোঃরাসেল মিয়া, নরসিংদী জেলা প্রতিনিধি ঃ নরসিংদীর শিবপুরে মধুমতি ব্যাংক লিমিটেডের ২৯তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১২ ফেব্রুয়ারি সোমবার শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, উদ্যোক্তা পরিচালক ফেরদৌসি ইসলাম, নরসিংদীর জেলা প্রশাসক ডঃ সুভাষ চন্দ্র বিশ্বাস, নরসিংদী জেলা পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) আমেনা বেগম বিপিএম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আজম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান, ওসি তদন্ত মোমেনুল ইসলামসহ উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতাকর্মী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে শিবপুর কলেজ গেইট আব্দুল মান্নান ভূইয়া চত্বর সংলগ্ন ফিতা কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।