Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মাদকাসক্তির হার ও ঝুঁকি বের করতে জরিপ করছে সরকারখােলা বাজার২৪। মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮: মাদকাসক্তির হার ও এর ঝুঁকি নিরূপনে দেশব্যাপী জরিপ করছে সরকার। এ বিষয়ে জরিপ, দেশে এই প্রথম।

বাংলাদেশে মাদক-মাদকাসক্তি বড় ধরণের সমস্যা হয়ে দেখা দিলেও এসব নিয়ে ধারণা প্রসূত তথ্য-উপাত্তের ভিত্তিতেই সরকার কাজ করত। এজন্য মাদক নির্মূল ও মাদকাসক্তির হার হ্রাসে প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবনির্ভর হতো না এবং সেই কর্মপরিকল্পনা উল্লেখযোগ্য কাজে আসত না বলে সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন।

সরকার মাদকাসক্তির হার ও এর ঝুঁকি নিরূপনে দেশব্যাপী যে জরিপ শুরু করেছে, তা নেতৃত্ব দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি বিভাগ। জরিপ সম্পন্ন করবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল।

পরীক্ষামূলকভাবে ঢাকা, কেরাণীগঞ্জ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ জরিপ প্রক্রিয়া শেষ করা হয়েছে। এবার দেশব্যাপী কাজ শুরুর পালা। জরিপ সম্পন্নে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এরই মধ্যে স্বল্পমেয়াদে জনবল নিয়োগ করছে। আগামী জুন-জুলাই মাসে জরিপের ফলাফল আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের কথা রয়েছে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ এ প্রতিবেদককে বলেন, জরিপটি খুব গুরুত্বপূর্ণ। এটি হলে একদম স্পষ্ট তথ্য মিলবে। যার উপর নির্ভর করে মাদক প্রতিরোধ এবং মাদকাসক্তির হার কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।