Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮:নরসিংদী প্রতিনিধি মোঃরাসেল মিয়াঃ যে দিনটির জন্য বিশ্বের তরুণ-তরুণীরা থাকেন অপেক্ষায়। হাতে গুনা মাত্র এক দিন বাকি। প্রতি বছরের মত এবারও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সারা দেশের মত নরসিংদীতে নানা উৎসব-আয়োজনের প্রস্তুতি চলছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, শহরের কলেজ রোড, পুরাতন বাসষ্ট্যন্ড, নতুন বাসষ্ট্যন্ড, ডিসি রোড, ষ্টেশন রোড, পাঁচদোনা মোড়, সাহেপ্রতাপ মোড়সহ নরসিংদী জেলার ৬টি উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে ভ্রাম্যমান ফুলের দোকানে লক্ষ্য করা যায় তরুন-তরুণী ও অবসর প্রাপ্ত ষাটের উর্দ্ধে বৃদ্ধরা ভালবাসা দিবস উপলক্ষে ফুল অর্ডার করছেন। কেউ ফুলের তোরা, কেউ মুষ্ঠি ফুল, কেউ শুধু গোলাপ, কেউ মালা সহ ফুল দিয়ে তৈরী বিভিন্ন জিনিস অর্ডার করছেন।

এছাড়াও লক্ষ্য করা যায় অভিজাত সব বইয়ের দোকান, লাইব্রেরি থেকে তরুণ-তরুণীরা বই, সিডি, কার্ড কিনছেন। উপহার হিসেবে এবার চাহিদা আছে নানা রকম ব্যবহার্য জিনিসপত্রেরও। তাই অনেকে ভিড় করছেন বিভিন্ন ব্রান্ডের দোকানগুলোতে।

এদিকে নরসিংদীতে অবস্থিত হোটেল, পার্ক, রিসোর্ট গুলোতে এ নিয়ে চলছে বিশেষ প্রস্তুতি। পর্যকদের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ। ভালবাসা দিবস উপলক্ষ্যে নরসিংদীর হোটেল, কটেজ, পার্ক ও রিসোর্ট গুলোতে আগাম বুকিং চলছে।

হোটেল মালিকরা জানান অন্যান্য বছরের মত এবারও পর্যটক হবে বলে আশা করছেন। নরসিংদী পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্ক এর ম্যানেজার জানান অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের পার্কে বেশ আগাম বুকিং রয়েছে।

তিনি আশা করছেন ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস আমরা অধিক লাভ হব। ভালবাসা দিবসকে কেন্দ্র করে মধাবদীর বালাপুরে ্ইমন গাডেন, শিবপুর উপজেলার সোনা মুড়ির টেক, রায়পুরা উপজেলা লাকী আক্তার পার্ক ও বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের বাড়তি নিরাপত্তার জন্য নরসিংদী সদর সার্কেল হাসিবুল হাসান  এর নেতৃত্বে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন।